এসএসসি ৯৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুল মান্নান পিপিএম (বার) পুলিশ সুপার হিসেবে কুমিল্লা জেলায় যোগদান করায় ‘আমরা ৯৩’ চট্টগ্রাম বিভাগের সমন্বয় কমিটির কুমিল্লা জেলার প্রতিনিধি বাদল, মিজান,নাছির মজুমদার, খোরশেদ, রোকসানা, শিপন ও আমরা ৯৩ কুমিল্লা জেলার প্রিয় বন্ধুরা একসাথে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে পুলিশ সুপার বন্ধুদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ন পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাদের প্রানের কুমিল্লার সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
গত ৩ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১) এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল মান্নানকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়।
পুলিশ সুপার আবদুল মান্নান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্মরত ছিলেন। তার জন্মস্থান গাজীপুরে জেলার জয়দেবপুর । তিনি ২০০৬ সালে আগস্টের শেষের দিকে বিসিএস ২৫ ব্যাচে হিসেবে পুলিশে যোগদান করেন।