বিয়ের অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের ২ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় সেই পরিবারের তিনজন ও সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আরো চারজন যাত্রী আহত হন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের দেবিদ্বারের পৌর এলাকার সাইলচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার বাড়েরা গ্রামের বজলুর রহমানের স্ত্রী ও উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৫০) ও তার নাতী আবির (৫)।
আহতরা হলেন- হাজেরা বেগমের স্বামী বজলুর রহমান (৬৫), মেয়ে মনিরা আক্তার (১৪), নাতি আশিক (৭) ও অটোরিকশা চালক দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের পুত্র শান্ত (২০)।
স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর এলাকায় সিএনজি অটোরিক্সাকে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ২ জন নিহত এবং চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। দূর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম ও তার নাতী আবির মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মীরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. কামাল উদ্দিন বাসসকে জানান, দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, দাদী হাজেরা ও নাতী আবিরকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ছাড়া বজলুরের অবস্থা ভালো ছিল না তাই তাকে ঢাকায় নিতে বলা হয়েছে। বাকিরা কুমিল্লা মেডিক্যালেই চিকিৎসাধীন রয়েছে।