কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়ন জাতীয় পার্টির উদ্দ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দিগদাইড় ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
দিগদাইড় ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি বজলুল রশিদ বেনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন ভুঁইয়া চান মিয়া।

এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, হুমায়ুন কবির ভুঁইয়া, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাতীয় যুব সংহতির সাবেক উপজেলা সভাপতি শাহ আলম সিদ্দীকি, বর্তমান সভাপতি আশরাফুল আলম রুবেল ও জাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, জনগণ জাতীয় পার্টির উন্নয়ন ও শাসন দেখেছে। আওয়ামী লীগ ও বিএনপির শাসনও দেখেছে। আর আওয়ামী লীগ বিএনপি নয় জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের সবাই নিরাপদ। জাতীয় পার্টি ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।