কিশোরগঞ্জের তাড়াইলে ৩৯তম বাংলাদেশ স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৭সেপ্টেম্বর) সকালে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনোনীতা দাস। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী খেলায় বালকদের ফুটবল প্রতিযোগীতায় চারটি ম্যাচ অনুষ্টিত হয়।১ম ম্যাচে উপজেলার সহিলাটি উচ্চ বিদ্যালয়ের সাথে কাজলা উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় ড্র হয়। ২য় ম্যাচে দামিহা কেডিআর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে কাজলা সিনিয়র মাদরাসাকে পরাজিত করে।৩য় ম্যাচে পুরুড়া উচ্চ বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে বিজয়ী হয় ধলা উচ্চ বিদ্যালয় এবং ৪র্থ ম্যাচে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে পরাজিত হন বানাইল উচ্চ বিদ্যালয়েে সাথে।
উক্ত প্রতিযোগিতা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।