কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা মনোনিতা দাসের নেতৃত্বে সরকার এবং স্হানীয় কর্তৃপক্ষের ভূমি ও স্হাপনাদি দখলদার পুনরুদ্ধার আইনে অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় তাড়াইল থানার সামনের সড়ক ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়ক ব্লক করে
অবৈধভাবে পানের টং ও মনোহারী দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে সরকার এবং স্হানীয় কর্তৃপক্ষের ভূমি ও স্হাপনাদি দখলদার পুনরুদ্ধার আইনে ৬ জনের কাছ থেকে ৫০০টাকা করে ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঐ ৬ জন হল, আনিসুর রহমান, আবদুর রশিদ, মোরশেদ মিয়া, আনোয়ার মিয়া, ইখলাছ মিয়া ও খোকন মিয়া