শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর শিক্ষা ব্যাবস্থা প্রচলনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫১ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর শিক্ষা ব্যাবস্থা প্রচলনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন সরকার মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর, বিজ্ঞান বান্ধব, দক্ষতা নির্ভর, মানবিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রচলনে কাজ করছে।

    তিনি শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে "বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতি রাস্ট্র প্রতিষ্ঠার মহানায়ক" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।   

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

    বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের  সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী প্রমুখ।  

    স্বাগত বক্তব্য রাখেন  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান।
    শিক্ষামন্ত্রী  বলেন,  বঙ্গবন্ধু ভবিষ্যৎ দেখতে পেতেন।  তিনি মানুষের হৃদয়ে বাস করতেন। তার ইতিহাস বোধ ছিল প্রচন্ড। তাই তিনি অনেকের আপত্তি সত্ত্বেও ৭০ এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ৭০ সালের  নির্বাচনের নিরঙ্কুশ বিজয় স্বাধীনতার বৈধতা তৈরি করেছিল। নির্বাচনে অংশগ্রহণ না করলে মুক্তিযুদ্ধে হয়ত আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেত না। তেমনি ৭ মার্চের ভাষনে তিনি স্বাধীনতার ঘোষনা দেননি। কারণ ঘোষনা দিলে স্বাধীনতা যুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলার চেষ্টা করতো পাকিস্তান সরকার অসা¤প্রদায়িক, শোষন মুক্ত বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে কাজ করার আহবান জানান শিক্ষামন্ত্রী।  

    ড. মো. মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির চর্চা হবে। এটাই স্বাভাবিক।  কিন্ত প্রশ্ন হলো হাজার বছর ধরে বঞ্চিত বাংগালী জাতি কি ৭১ সালের আগে কখনো এই   মুক্তির স্বাদ পেয়েছিল।

    ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বাংগালীর মাঝে সেই মুক্তির স্বপ্ন জাগিয়েছিলেন। পৃথিবীর অনেক পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  তিনি বাংলাদেশকে দিয়েছেন মুক্তির স্বাদ।  এভাবে তিনি শুধু বাংলাদেশ নয়, এশিয়া নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা হয়ে উঠেছিলেন।
    শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫১ অপরাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫১ অপরাহ্ন