শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২২ আগস্ট থেকে তৃণমুল পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি বিএনপির

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ অগাস্ট, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    ২২ আগস্ট থেকে তৃণমুল পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি বিএনপির

    জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিএনপি। জনসম্পৃক্ত এসব ইস্যুতে ২২ আগস্ট থেকে সারা দেশের উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

    এ বিষয়ে গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ৮২টি সাংগঠনিক জেলায় চিঠি দেয়া হয়েছে। এতে সব পর্যায়ের কর্মসূচিতে নিজ নিজ জেলার কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও গত জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতাদের উপস্থিত থাকাসহ ছয়টি নির্দেশনা রয়েছে। এছাড়াও মৌখিকভাবে জেলা শাখার নেতাদের জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে কর্মসূচি বাস্তবায়নে জেলা শাখার নেতাদের কাছে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিটি উপজেলা ও পৌর কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন জেলার নেতারা। ২২ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি জেলা, মহানগরের কমপক্ষে একটি উপজেলা, থানায় কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে জেলার নেতারা এবং ওইসব জেলার অধিবাসী কেন্দ্রীয় নেতারা ও সাবেক সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

    পরের নির্দেশনায় বলা হয়, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন উপজেলা, পৌর নেতারা। ২২ আগস্ট থেকে প্রতিদিন কমপক্ষে একটি ইউনিয়ন ওয়ার্ডে কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে উপজেলা ও পৌর নেতারা উপস্থিত থাকবেন। আরও বলা হয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নিজ নিজ ইউনিটের নেতারা কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এ বিষয়ে নিজ নিজ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বিক সমন্বয় করবেন এবং ইউনিটগুলোকে নির্দেশ প্রদান করবেন। এছাড়া বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা ঘোষিত কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সমন্বয় করবেন। প্রতিটি ইউনিটের কর্মসূচি পালনের তারিখ নির্ধরণ করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করবেন। কর্মসূচি সফল করার এবং আন্দোলন বেগবান করার প্রস্তুতি নেয়ার আহ্বানও জানানো হয় ওই চিঠিতে।

    জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, সরকার পতন আন্দোলন শুরু হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরইমধ্যে টেক ব্যাক বাংলাদেশ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। টেক ব্যাক বাংলাদেশ আন্দোলন শুধু বিএনপির ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, এই আন্দোলন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার আন্দোলন, জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আন্দোলন। গণতন্ত্র, ভোটাধিকার, বাক ও ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলন। জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ আজ দিশাহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। এখন সবাই চায় এই সরকারের পতন। বিএনপি আন্দোলনে আছে। ২২ আগস্ট থেকে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে।

    পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ গণমাধ্যমকে বলেন, কেন্দ্র থেকে চিঠি পেয়েছি। এখন কেন্দ্রীয় নেতাসহ যারা বিগত নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলেন, জেলা ও উপজেলার নেতাদের নিয়ে বৈঠক করব। পরে উপজেলা ও ইউনিয়সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো বৈঠক করবে, সেখানে জেলার ও কেন্দ্রীয় নেতারাও থাকবেন। প্রতিটি ইউনিয়নে কর্মসূচির তারিখ নির্ধারণ করে টিম গঠন করে ভাগ করে দেয়া হবে। পরে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়ন-উপজেলায় কর্মসূচি পালন করব। অর্থাৎ কর্মসূচি সফলে যা যা করা দরকার, তা আমরা করব।

    বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, জনসম্পৃক্ত নানা ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ সরকার পতনের আন্দোলনকে সফল করতে এখন তৃণমূলকে দল অনুভব করছে এবং তৃণমূলও এসব কর্মসূচিতে উজ্জীবিত হবে, আরও শক্তিশালী হবে। বিশেষ করে সর্বশেষ রাজধানীর নয়াপল্টনের সমাবেশের পর বিএনপির নেতাকর্মীরা গ্রামগঞ্জে অনেক উজ্জীবিত হয়েছেন। নেতারা আশা করছেন, ধারাবাহিক কর্মসূচি সফল হবে। তারা আরও জানান, প্রতিটি জেলা ও উপজেলার নেতাসহ যারা সংসদ নির্বাচন করেছেন বা যারা কেন্দ্রীয় নেতা, তাদের জেলা, উপজেলা, ইউনিয়নের কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। এতে তৃণমূলের নেতাকর্মীরা কাজে-কর্মে আরও উৎসাহ পাবে, একটা স্পিড তৈরি হবে। বিশেষ করে তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। তারা হাহাকার করছে, চলতে পারছেন না। এসব কর্মসূচির মাধ্যমে মানুষ জানতে পারবেন বিএনপি মানুষের জন্য কাজ করছে, তাদের যে দাবি সেগুলো নিয়ে কথা বলছে। কেন্দ্রীয় নেতাদের বিশ্বাস, এই কর্মসূচি সফল হলে সরকার আরও কোণঠাসা ও দিশাহারা হয়ে পড়বে।

    বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে আমরা মাঠে আছি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও মাঠে নামবেন। কারণ মানুষ সংসার চালাতে হিমশিম অবস্থা। এরকমভাবে তো দেশ চলতে পারে না। ধারাবাহিক এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। তৃণমূলের দলীয় নেতাকর্মীরাও উজ্জীবিত হবে। আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন করে আমরা ঘরে ফিরব।




    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ১৮ অগাস্ট, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন