ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ২৯ জুলাই, শুক্রবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককে চ্যাম্পিয়ন হন এশিয়ান টেলিভিশনের রকিবুল ইসলাম মানিক। এই ইভেন্টে রানার আপ হন একাত্তর টেলিভিশনের হাবিব রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম।
ফাইনালে ২-০ সেটে রকিবুল ইসলাম মানিকের কাছে পরাজিত হন হাবিব রহমান। ব্যাডমিন্টন ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন পেল ডিআরইউ।
অপরদিকে নারী এককে চ্যাম্পিয়ন ডেইলি ভয়েজ অফ এশিয়ার মাকসুদা লিসা এবং রানার আপ নাগরিক টিভির শাহনাজ শারমীন।
শুক্রবার ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে রকিবুল ইসলাম মানিক, হাবিব রহমান, তারিকুল ইসলাম মাসুম এবং শামীম হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে ব্যাডমিন্টন ইভেন্টে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং ওয়ালটন হাইটেক ইন্ডস্ট্রিজ লিমিটেড এর অতিরিক্ত পরিচালক মোঃ মেহরাব হোসেন আসিফ।
টুর্নামেন্টের সার্বিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও লেভেল-২ সার্টিফাইড কোচ এনায়েত উল্লাহ খান।
শনিবার সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হবে।