উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং অন্যান্য কর্মকান্ড পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।
গত বুধবার থেকে তিনি চাপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করেন। আজও বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ার কথা রয়েছে তার।
এ বিষয়ে জানতে চাইলে সবিচ আবু বকর ছিদ্দীক জাগো কণ্ঠকে বলেন, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখার জন্য তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। এ সময় দুইটা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন করেন তিনি। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। সেখানে চলমান কয়েকটি প্রজেক্টের ভবনের কাজ পরিদর্শন করেন তিনি। নবনির্মিত একটি গার্লস স্কুলের ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নবাবগঞ্জের একটি হাইস্কুলের চারতলা ভবন উদ্বোধন করা হয়েছে।
এসময় শিক্ষাসচিব জানান, বর্তমান সরকার শিক্ষা সেক্টরকে গুরুত্ব দিয়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। এসব উন্নয়ন কর্মকান্ডে যেকোন ধরণের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার।