আজ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী । বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা পরবর্তী কাল থেকে দলের দুঃসময়ে ব্যাপক অবদান রেখেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া পর্যায়ক্রমে দল, দেশ ও মানুষের কল্যানে অদ্যবধি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করেছে। করোনা দুর্যোগকালীন সময় নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে গিয়ে দ্বাড়িয়েছে ।এছাড়া বন্যা দুর্যোগ সহ দেশের মানুষের ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ হাত বাড়িয়ে দিয়েছেন।
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম দৈনিক আমাদের কন্ঠের নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম আমিনকে জানান "বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিজয়গাঁথা সংগ্রাম ও ঐতিহ্য বহন করে-আর্তমানবতার সেবায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের পাশে বরাবরের ন্যায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাশে থাকবে"
"কর্মগুনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ মানবিক স্বেচ্ছাসেবক লীগে পরিণত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহ উল হোসেন সাচ্চু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটনটি ব্যাপক পরিসরের কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্য রয়েছে আজ সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সকল শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকাল ৬ টায় দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ১১ টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। সভায় সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক-নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহ উল হোসেন সাচ্চু স্বাগত বক্তব্য রাখবেন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সভা পরিচালনা করবেন। জেলা, মহানগর,উপজেলা পর্যেয়ে কেন্দ্রীয় কমিটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সু-স্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও সন্ধা ০৭ টায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আতশবাজি উৎসব আয়োজিত হবে।