ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর ক্যারম নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন মাকসুদা লিসা (ভয়েজ অব এশিয়া), রানার আপ হয়েছেন সামিনা খাতুন রস্নি (ফ্রিল্যান্স)।
আজ (২১ জুলাই) বৃহস্পতিবার ডিআরইউতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন সামসুন্নাহার বিনু (বিটিভি)।
এর আগে ক্যারম নারী এককের সেমিফাইনাল নিশ্চিত করেন মাকসুদা লিসা, সামিনা খাতুন রস্নি, সামসুন্নাহার বিনু ও শাহনাজ পারভীন এলিস।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান ও মো: আল-আমিন।
আগামীকাল ২২ জুলাই, ২০২২ শুক্রবার সকাল ১১টায় নারী সদস্যদের ক্যারম (ডাবলস) অনুষ্ঠিত হবে।