গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে মেরিট প্রথম তালিকার শিক্ষার্থীদের ২২ জুলাইয়ের মধ্যে ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুসারে ২৭তম ব্যাচ এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের জমা দেওয়া ভর্তি ফর্মের প্রথম ১১০ জনকে মেরিট ভিত্তিতে আগামী ২২ জুলাইয়ের মধ্যে ভর্তির জন্য গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেছে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এমবিবিএস সর্বমোট সিট সংখ্যা ১১০ টি। প্রথম তালিকায় সকল সীট পূর্ণ না হলে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ২৩ জুলাই। কলেজ নোটিশ বোর্ড এবং কলেজ ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।