দেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিষয়টি নিশ্চিত করেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। তিনি বলেন, গত শনিবার অসুস্থ হয়ে পড়ায় নুরুল ইসলামকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
হেফাজত নেতা জুবায়ের আহমদ জানান, গত শনিবার মাগরিব নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তাদের মহাসচিব। ওই রাতেই তাকে ধানমÐির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার কিডনির সমস্যা ও হার্টে বøক ধরা পড়ে, তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা প্রথমে অস্ত্রোপচার করতে চেয়েছিলেন, কিন্তু বয়সের কারণে তা না করে আইসিইউতে রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
এর আগে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, মরহুম নুরুল ইসলাম গত বৃহস্পতিবার স্ট্রোক করেছিলেন। কিন্তু তিনি তা বুঝতে পারেননি। এজন্য শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এদিকে হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলামের মৃত্যুতে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে তার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়েছে।
হেফাজত নেতারা জানান, সোমবার রাত ৯ টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এতে হেফাজত নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার কফিন চট্টগ্রামের হাটাহাজারি মাদ্রাসায় নেওয়া হয়। সেখানে রাতেই তার দাফন হওয়ার কথা।
সূত্রমতে, গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর গতবছর ২৩ ডিসেম্বর সেই দায়িত্বে আসেন নুরুল ইসলাম জিহাদী।
সে সময় হেফাজতের আমির ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। গত ১৯ অগাস্ট তিনি মারা যাওয়ার পর এখন মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।
মাওলানা নুরুল ইসলাম জিহাদী হেফাতের মহাসচিব ছাড়াও রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশের (বেফাক) সহ সভাপতি ও হাইয়াতুল উলইয়া লিল মাদারিসিল কাওমিয়ার সদস্য ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রীর শোক: দেশের প্রখ্যাত আলেম ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ-এর সহ সভাপতি ও হাইয়াতুল উলইয়া লিল মাদারিসিল কাওমিয়া-এর সদস্য মাওলানা নুরূল ইসলাম জিহাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।