সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ-এঁর ২৪ তম মৃত্যু বার্ষিকী ছিল বৃহস্পতিবার।
মৃত্যুবার্ষিকীর এই দিনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তার সন্তারা। মহান আল্লাহ তায়ালা তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করেন তারা।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”
رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا "
হে আমার প্রতিপালক!
আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”