বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তা তিনি বলেন, ‘প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। আমার গর্ব মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলের আমি ক্ষুদ্র একজন কর্মি।
জনগণই আওয়ামী লীগের শক্তি। বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস।
ভাষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ- বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে অসামান্য ভূমিকা রেখে চলেছে আওয়ামী লীগ।
এই ঐতিহাসিক মূহুর্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
গভীর কৃতজ্ঞতা জাতির পিতার সুযোগ্য কন্যা, বাঙালির আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বিশ্বজয়ের স্বপ্ন-সারথী,বাংলাদেশের ইতিহাসের নির্মাতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার জননী, সফল রাষ্ট্রনায়ক, জননেত্রী শেখ হাসিনাকে।
যার দূর্বার ও কল্যাণমুখী নেতৃত্বে বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে প্রিয় বাংলাদেশ। সকল প্রতিবন্ধকতা সমস্যা-সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আজ স্বপ্লোন্নত দেশ থেকে উন্নীত হয়েছে উন্নয়নশীল রাষ্ট্রে।
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হিসেবে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা।’