শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সিলেট সুনামগঞ্জ সহ বন্যা দুর্গতদের পাশে ছাত্রলীগ

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ন

    সিলেট সুনামগঞ্জ সহ বন্যা দুর্গতদের পাশে ছাত্রলীগ

    বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা  শহরের বিভিন্ন এলাকায় চলছে ত্রাণ কার্যক্রম। ‘দুর্যোগ-দুর্বিপাকে, বাংলাদেশ ছাত্রলীগ’- এই স্লোগানকে বুকে ধারণ করে ত্রাণসামগ্রী নিয়ে বৃহত্তর সিলেট অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপাকে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিতায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গঠিত চারটি টিমের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরাও যোগ দিয়েছেন বন্যার্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে।

    সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, আপাতত দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ছাড়াও শুকনো খাবার ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে চান তারা। তবে প্রয়োজনে সহযোগিতার পরিধি আরও বাড়ানো হবে। ইতোমধ্যেই বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত সিলেট-সুনামগঞ্জে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার এই কার্যক্রম শুরু হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যাকবলিত মানুষের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে চিড়া, গুড়, স্যালাইন, বিশুদ্ধ পানি, কেক, বাটার বন-রুটি, দিয়াশলাই, বিস্কুট, সাবান ও মোমবাতি তুলে দেওয়া হচ্ছে।

    সূত্রমতে, ছাত্রলীগের নেতাকর্মীরা পানিবন্দি এলাকার মানুষের কাছে নৌকায় করে, কেউবা পানি মাড়িয়ে প্রতিটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের হাতে খাদ্যসহ অন্যান্য সামগ্রী তুলে দিতেও দেখা গেছে তাদের।

    এর আগে গত ১৭ জুন ছাত্রলীগের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সিলেট ও সুনামগঞ্জের জন্য দুটি করে মোট চারটি টিম করা হয়।

    সেই সঙ্গে দলটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টিমের সদস্যদের পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া; সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা; স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া; বন্যাদুর্গতদের চিকিৎসা সহায়তা প্রদান ছাড়াও দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানুষকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা অনুযায়ী বন্যা কবলিতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।




    রাজনীতি - এর আরো খবর