করোনাপরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধের পর শনিবার থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়েছে সশরীরে ক্লাস কার্যক্রম । প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। দীর্ঘদিন পর সহপাঠিদের সাক্ষাত হওয়ায় আনন্দ-উচ্ছাসে পার করে দিন। শিক্ষার্থীদের ক্লাসে পেয়ে শিক্ষকদের মাঝেও বেশ উদ্দীপনা দেখা দিয়েছে।

বুয়েট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় বুয়েটও বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। আর ১৩ নভেম্বর থেকে শুুরু হয় অনলাইনে ক্লাস কার্যক্রম।
সর্বশেষ শনিবার ২৭ নভেম্বর থেকে সশরীরে ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রথম দিনে শিক্ষার্থীরা ক্লাসের পাশাপাশি বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা, ঘোরাঘুরি করে সময় কাটান। এদিন ছাত্রীদের অনেকে শাড়ী এবং ছাত্ররা পাঞ্জাবি পরে ক্যাম্পাসে আসেন। সব মিলিয়ে শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস দীর্ঘদিন পর বেশ প্রাণোচ্ছল হয়ে ওঠে।
এর আগে ৬ নভেম্বর বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ফলাফলও প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এখন ভর্তি কার্য়ক্রম শুরু হবে।
