হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় গভীর রাতে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গুলশানের বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে শুক্রবার রাত সোয়া তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।
জানা গেছে, হৃৎপিণ্ডে হঠাৎ গোলযোগে হার্টবিট অনিয়মিত হওয়ার কারণে খালেদা জিয়াকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার সকাল ১০টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভা রয়েছে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খালেদা জিয়ার হঠাৎ বেশ শ্বাস প্রশ্বাস সমস্যা অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তাই জরুরিভিত্তিতে হাসপাতালে আনা হয়েছে৷ বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) ওয়ার্ডের ৪২১৮ নম্বর কেবিনে ভর্তি আছেন।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, ব্যক্তিগত স্টাফ রূপা, ফাতেমাসহ পরিবারের সদস্যরা হাসপাতালে যান।
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর থেকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। বর্তমানে গুলশানের বাসায় ব্যক্তিগত এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছিল।