গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে আজ শুক্রবার ( ১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
সকাল ৯ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। তবে সকাল ৮ টার পর থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সব মহানগরে এই বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। তবে ঢাকার কর্মসূচি একদিন পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নেয় দলটি।
শনিবার জেলায় জেলায় এবং সোমবার উপজেলা পর্যায়ে একই কর্মসূচি হওয়ার কথা রয়েছে।