শাহ আলম ও তার স্ত্রী দুজনই প্রতিবন্ধী। জীবনযাত্রার চরম দুর্দিনে সম্প্রতি আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দাইয় আশ্রয়ন কেন্দ্রে পুনর্বাসিত হয়েছেন তারা। এজন্য বর্তমানের সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাদের।
আর সরকারের প্রতি তাদের এই কৃতজ্ঞতাস্বরূপ আইনমন্ত্রী আনিসুল হককে নিজ হাতে সেলাই করা কাঁথা উপহার দিয়েছেন শাহ আলম ও তার স্ত্রী। প্রতিদ্বন্দ্বী দম্পতির এই উপহার স্বানন্দে গ্রহণ করে তাদেরকে ধন্য করলেন আইনমন্ত্রী।