গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের নীচে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশি বাধা উপেক্ষা করেই এ বিক্ষোভ করেন মহিলা দলের নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন
সুলতানা আহমেদ-সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল, নায়েব ইবনে ইউসুফ-আহবায়ক ঢাকা মহানগর উত্তর মহিলা দল, রুমা আক্তার-আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল, নাছিমা আক্তার কেয়া-সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের মহিলা দল নেত্রীবৃন্দ।
