শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, বহু নেতাকর্মী আহত

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২২ ১২:৪৬ অপরাহ্ন

    ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, বহু নেতাকর্মী আহত

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের বহু সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

    মঙ্গলবার (২৪ মে) সকাল পৌনে দশটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতাকর্মীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

    জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দিকে আসার সময় ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা। এতে ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।


    হামলায় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ঢাবি শাখার যুগ্ম-আহবায়ক এজাজুল কবির জুয়েল, জগন্নাথ হলের সাবেক আহ্বায়ক ও ঢাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব মজুমদার, আহ্বায়ক সদস্য মানসুরা আলমসহ ৩০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন সংগঠনটির এক নেতা।

    এ হামলার ঘটনার পরও ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের শক্ত অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে।

    সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি গঠিত ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়মিত মিছিল মিটিং করে সংগঠনটি। তবে গত ২২ মে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করা হয়েছে বলে অভিযোগ করে ছাত্রলীগ।
    ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, সেই অভিযোগের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দিকে যাচ্ছিলেন তারা। ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে যাচ্ছিলেন তারা। এসময় শহীদ মিনার এলাকায় কিছু লোক তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করেন। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেওয়া হয়।

    এ ঘটনার পর থেকেই ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

    হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, ছাত্রদল সংগঠনটি রাজাকারদের ডিস্ট্রিবিটর, সন্ত্রাসের ডিস্ট্রিবিটর। তারা সন্ত্রাসীবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীর মাঝে ভীতি ছড়াচ্ছে ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থাকবে কিনা সেই আশংকা করছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে ওদের বিরুদ্ধে রুখে দাড়াচ্ছে শিক্ষার্থীরা।




    রাজনীতি - এর আরো খবর