শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • খালেদার জন্য বিএনপির ৮ দিনের কর্মসুচি ঘোষণা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ নভেম্বর, ২০২১ ০৮:৫৩ অপরাহ্ন

    খালেদার জন্য বিএনপির ৮ দিনের কর্মসুচি ঘোষণা

    আজ (২৪ নভেম্বর) বুধবার, দুপুর ১ টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
    সভায় খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে ৮ দফা কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় :

    কর্মসূচি  হলো-

    ১। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আগামীকাল ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী সমাবেশ।

    ২। বিএনপি’র উদ্যোগে আগামী ২৬ নভেম্বর শুক্রবার রাজধানীসহ সারাদেশে বাদ জুম’আ মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত। এছাড়া একইদিন মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনা।

    ৩। আগামী ২৮ নভেম্বর রবিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানীসহ দেশব্যাপী সমাবেশ।

    ৪। আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় সদরে সমাবেশ।

    ৫। আগামী ১ ডিসেম্বর বুধবার ২০২১ বুধবার জাতীয়তাবাদী মহিলা উদ্যোগে মৌন মিছিল।

    ৬। আগামী ২ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মানববন্ধন।

    ৭। আগামী ৩ ডিসেম্বর শুক্রবার জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে সমাবেশ।

    ৮। আগামী ৪ ডিসেম্বর শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সমাবেশ।

    যৌথসভায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক যথাক্রমে আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুহম্মদ মুনির হোসেন, বেলাল আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কৃষদদল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব রফিকুল আলম মজনু, ওলামা দল আহবায়ক মাওলানা শাহ মোঃ নেছারুল হক, মৎস্যজীবী দল আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দল আহবায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, মৎস্যজীবী দল সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দল সদস্য সচিব হাজী মজিবুর রহমান, ওলামা দল সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা দল সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ-সভাপতি নজরুল ইসলাম, জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলী, শ্রমিক দল নেতা মোস্তাফিজুল করিম মজুমদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ২৪ নভেম্বর, ২০২১ ০৮:৫৩ অপরাহ্ন