বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এয়ারপোর্ট রুটে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মশাল মিছিল শেষে রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে তাই প্রধানমন্ত্রী উলটা পাল্টা বক্তব্য দিচ্ছেন। সাবেক ৪ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত নয় চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ। মশাল মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।