পাইকগাছায় সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু করা হয়েছে। বুধবার সকালে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ, খাদ্য পরিদর্শক দেবপ্রসাদ দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মিলার বিশ^নাথ দাশ, অনাথ বন্ধু সরকার, পবিত্র মন্ডল, আল-আমিন, প্রণব সরদার, দীপু সিংহ, পঞ্চানন রাহা, কৃষক নূর ইসলাম সরদার ও আব্দুল সরদার।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ৭৩৭ মেট্রিকটন ধান ও ১৬০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষমাত্রা অনুযায়ী চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে চাল ও সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হচ্ছে।