সিলেটের বন্যা দুর্গতদের মাঝে বিভিন্ন ধরণের ত্রাণ বিতরণ ও তাদের খোঁজখবর নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে তিনি এই ত্রাণ কার্যক্রমে অংশ নেন।
এ বিষয়ে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেটের ছয় উপজেলার পাশাপাশি নগরীর বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। জেলাজুড়ে খোলা হয়েছে ২০০ আশ্রয়কেন্দ্র।

বন্যা কবলিতদের জন্য দ্বিতীয় দফায় ১০০ মেট্রিক টন চাল এবং তিন হাজার প্যাকেট শুকানো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে বরাদ্দ দেওয়া হয়েছিলো ১২৯ মেট্রিক টন চাল ও এক হাজার প্যাকেট শুকানো খাবার।