সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজযাত্রীর নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ উত্তোলন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয়েছে। বুধবার বিকালে ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বাতিলের কথা জানানো হয়।
এর আগে একইদিন ধর্ম মন্ত্রণালয়ের একই কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল-যেসকল হজযাত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাঁর পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তাঁর নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না।
এরূপ ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তাঁর প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পাওয়ার জন্যে www.hajj.gov.bd –এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমাকৃত অর্থ উত্তোলন ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।