শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে যখম

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৮ মে, ২০২২ ১২:৫৭ অপরাহ্ন

    পাইকগাছায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে যখম

    পাইকগাছায় স্কুল ছাত্রী মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় তার পিতাকে মারপিট ও দা দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। আহত পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
        
    অভিযোগে জানানো হয়, উপজেলার ভিলেজ পাইকগাছার নজরুল গাজীর ছেলে সাহেব আলী গাজী (২৪) ও তার সহযোগীরা একত্রিত হয়ে বেশ কিছু দিন যাবৎ উপজেলার লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে মোতাহার হোসেন টুকু (৩৭) এর স্কুল পড়ুয়া জনৈকা মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথিমধ্যে নানা অশ্লীল কথ-বার্তা বলে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি তার মেয়ে পিতা টুকুকে জানালে তারা আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে ওঠে।
        
    একপর্যায়ে ঘটনার দিন গতকাল বিকেল সাড়ে ৫ টার দিকে লস্কর বাজারে যাওয়ার পথিমধ্যে জনৈক শ্রীকান্তের দোকান সংলগ্ন এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সাহেব আলী (২৪), একই এলাকার মৃত ইমান আলী গাজীর ছেলে রেজাউল গাজী (৪০), আলমতলার আলাউদ্দীন জমাদ্দারের ছেলে মো: বাবু জমাদ্দার (৪৫), লস্করের শাহাজান খাঁর ছেলে মো: আজাদ খাঁ (২৫) ও মতলেব গাজীর ছেলে নাঈম ইসলাম (১৮) সহ অন্যান্যরা সমবেত হয়ে তার পথরোধ করে দেশীয় অস্ত্রসস্ত্র দা, শাবল, লাঠি-সোটা নিয়ে তার উপর আকষ্মিক হামলা শুরু করে। একপর্যায়ে তারা তাকে ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি বাম হাত দিয়ে ঠেকান। এসময় তার হাতের হাড়সহ কেটে যায়। একপর্যায়ে তারা তার পকেটে থাকা বাজার করার আড়াইহাজার টাকা, গলায় থাকা স্বর্ণেও চেইন ছিনতাই করে নেয়। ঘটনায় তারা সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে। এ সময় তার আতœচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা এনিয়ে কোথাও মামলা করলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
        
    পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনার তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর