পাইকগাছার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে পুশকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে মৎস্যদপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় কপিলমুনি বাজার থেকে পুশকৃত ৪০ কেজি চিংড়ি জব্দ করেন এবং পুশ করার অপরাধে রামনগর গ্রামে হাসান মোড়লকে দুই হাজার টাকা জরিমানা করেন।
পাইকগাছা পৌরসভা বিএনপির দোয়া মাহফিল
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
পৌর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও কাউন্সিলর এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা আসলাম পারভেজ, সেলিম রেজা লাকি, মোতালেব হোসেন, মোস্তফা মোড়ল, সাইফুল ইসলাম তারিক, ডাঃ শাহবুদ্দীন, মোহাম্মদ আলী, আব্দুল করিম, জিএম সাবেরী, এ্যাডভোকেট ইকরামুল হক, জিয়া উদ্দিন নায়েব, রুস্তম গাজী, আজহারুল ইসলাম, আরিফুল ইসলাম, শামীম, ডালিম, সোহেল, ইব্রাহিম হোসেন, শামছুল আলম, রুস্তম হোসেন, রাবিদ মাহমুদ চঞ্চল, আনারুল ইসলাম, রেজাউল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, ইয়াউর রহমান, শোয়েব হোসেন বাবু, মোমিন সরদার, আব্দুর রহিম ও ইমদাদুল হক।
পাইকগাছায় গাঁজাসহ আরো দুই যুবক আটক
পাইকগাছা থানা পুলিশ গাঁজাসহ আরো দুই যুবককে আটক করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। থানার এসআই নাসির উদ্দিন শুক্রবার অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজাসহ উপজেলার ঘোষাল গ্রামে আলীমুদ্দীন গাজীর ছেলে আশরাফুল গাজী(২৮) ও একই এলাকার গফুর মোড়লের ছেলে সেলিম মোড়ল(৩৬) কে হাতেনাতে আটক করে। এঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।