শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৩ হাজার

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মে, ২০২২ ১২:০৫ অপরাহ্ন

    বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৩ হাজার

    বেসরকারি ব্যবস্থাপনায় এবার পবিত্র হজে যাওয়ার প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ ব্যবস্থাপনায় কোরবানির খরচ ব্যতীত ‘সাধারণ হজ প্যাকেজের’ খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হজ প্যাকেজ ঘোষণা করা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজটির নাম ‘সাধারণ প্যাকেজ’। এর আওতায় হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার ১ হাজার থেকে ১ হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।

    হাব সভাপতি জানান, তাদের ‘সাধারণ প্যাকেজ'র বাইরেও অন্যান্য এজেন্সি স্পেশাল প্যাকেজ আনতে পারবে। তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনি¤œ প্যাকেজ মূল্যের চেয়ে কম হবে না।

    তিনি বলেন, প্যাকেজ ঘোষণার পর রাজকীয় সৌদি সরকার কর্তৃক অতিরিক্ত কোনো ফি আরোপ করা হলে, তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রী হজ প্যাকেজের টাকা ১৮ মে’র মধ্যে এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে বা এজেন্সির অফিসে জমা দিয়ে টাকার রশিদ (মানি রিসিপ্ট) নিতে হবে।

    হাব সভাপতি জানান, হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। যাদের জন্ম ১৯৫৭ সালের ৩০ জুন বা তার আগে (৬৫ বছরের বেশি বয়স), সেসব হজযাত্রী এ বছর পবিত্র হজে যেতে পারবেন না। কোরবানি খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে কমপক্ষে ৮১০ সৌদি রিয়াল বা ১৯ হাজার টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হওয়ার কথা। করোনাভাইরাস মহামারির কারণে সৌদি সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে কেউ পবিত্র হজ পালন করতে পারেননি। এবার সারাবিশ্ব থেকে ১০ লাখ মুসলিমকে হজ পালনের সুযোগের কথা জানিয়েছে সৌদি সরকার। সে হিসেবে বিভিন্ন দেশের হজযাত্রীর কোটাও নির্ধারণ করে দিয়েছে দেশটি। অন্যবার যেখানে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজারের বেশি হজের সুযোগ পেতেন, সেখানে এবারের সংক্ষিপ্ত কোটা অনুযায়ী ৫৭ হাজার ৫৮৫ জন হজ করতে পারবেন।

    এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন পবিত্র হজে যেতে পারবেন।
    সংবাদ সম্মেলনে হাব জানায়, প্রত্যক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকা নিতে হবে। সৌদি আরবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯-এর আরটি–পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে।

    শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন না করার দাবি জানিয়ে হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজযাত্রী পরিবহনে আলাদা ফ্লাইট (ডেডিকেটেড ফেরি ফ্লাইট) হিসাব করেই উড়োজাহাজের সর্বোচ্চ মূল্য জাহাজের ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত বছরগুলোতে এয়ারলাইনসগুলো শিডিউল ফ্লাইট হজযাত্রী পরিবহণ করেছে। এ বছর হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন করতে হবে। এটি নিশ্চিত করার জন্য কোনোভাবেই শিডিউল ফ্লাইট হজযাত্রী পরিবহন করা যাবে না।

    এর আগে গত বুধবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এদিন এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজে খরচ নির্ধারণ করা ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

    সূত্রমতে, সর্বশেষ ২০১৯ সালের ঘোষিত প্যাকেজের চেয়ে এবারের সরকারি দুটি প্যাকেজে লাখ টাকারও বেশি খরচ বেড়েছে। এরমধ্যে প্যাকেজ-১ এর ক্ষেত্রে খরচ বেড়েছে এক লাখ ২ হাজার ৩৪০ টাকা, প্যাকেজ-২ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে ১ লাখ ২ লাখ ১৫০ টাকা।

    এ বছরের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে খরচ বাড়ল কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাব সভাপতি বলেন, বাড়িভাড়া ও অতিরিক্ত সার্ভিস চার্জের জন্য হজ প্যাকেজের মূল্য বেড়েছে। এর মধ্যে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে আপাতত খরচ ধরা হয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। এই অতিরিক্ত সার্ভিস চার্জ এখনো নির্ধারিত হয়নি। সৌদি আরব কর্তৃপক্ষ আজ সকাল পর্যন্ত এ খরচ নিশ্চিত করেনি। এ তথ্য আজ পাওয়ার সম্ভাবনা আছে।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    ১৩ মে, ২০২২ ১২:০৫ অপরাহ্ন