শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি সহপাঠীদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মে, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    জবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি সহপাঠীদের

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের অস্বাভাবিক মৃত্য মেনে নিতে পারছেন না সহপাঠীসহ স্বজনরা। তাঁর এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সহপাঠীরা। বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে সহপাঠী বন্ধুরা ঘটনার বিচার দাবি করেন। বৃহস্পতিবার সকালেও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি মানববন্ধন করেন তাঁরা।


    জানা গেছে, পছন্দের মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শ্রেণির ছাত্রী অঙ্কন বিশ্বাস। স্বামীর জন্য ধর্মান্তরিত হয়েছিলেন। অপেক্ষা ছিল সংসার শুরু করার। কিন্তু সুখের সংসার আর করা হলো না অঙ্কনের। প্রায় ১৫ দিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শনিবার মারা যান তিনি।

    ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী অঙ্কন ২০২১ সালে প্রকাশিত ফলাফলে স্নাতকে প্রথম হয়েছিলেন। ছিলেন ভালো বিতার্কিক। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    শিক্ষার্থীরা জানান, বিতর্কের সুবাদে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও আইন বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদের সঙ্গে অঙ্কনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মার্চ মাসে অঙ্কন ইসলাম ধর্ম গ্রহণ করে শাকিলকে বিয়ে করেন। বিয়ের পর দুজনের মধ্যে নানা বিষয়ে ঝামেলা দেখা দেয়। মাঝেমধ্যে অঙ্কন কিছু বিষয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন।

    মানববন্ধনে অংশ নেওয়া অঙ্কনের সহপাঠীরা বলেন, গত ২৩ এপ্রিল অঙ্কনের বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠান ছিল। সেখানে অংশ নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। পরদিন সকালে যাত্রাবাড়ীতে শাকিলের বাসায় যান অঙ্কন। সেখানে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি।

    এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঙ্কনকে। অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। আইসিইউর চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অঙ্কনের পরিবারকে সাহায্য করতে সহপাঠীরা অর্থসহায়তাও তুলছিলেন।

    এদিকে মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন শাকিল আহমেদ। সেই পোস্ট বৃহস্পতিবার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়নি।

    এদিকে অঙ্কনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে চাননি কেউ। পরিবারের বরাতে সহপাঠীরা জানান, আর্থিক ও আইনি ঝামেলার কারণে তাঁরা মামলা করছেন না।


    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমেদ বলেন, আমরা চাই সত্য ঘটনাটি সামনে আসুক। আমাদের থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ১৩ মে, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ১৩ মে, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন