ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকার ক্যাসিয়া গাছটি উপড়ে মোটরসাইকেলের ওপর পড়েছে। তবে ওই সময়ে সেখানে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে জরুরিভিত্তিতে গাছটি কেটে মোটরসাইকেলটি বের করা হয়।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে গাছটি উপড়ে পড়ে বলে জানা গেছে। গাছটির বয়স হয়েছিল ৩০ থেকে ৪০ বছর। কার্জন হল এলাকায়, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের পেছনের অংশে ছিল গাছটির অবস্থান।
জানা গেছে, গত মাসেই বিশ্ববিদ্যালয় এলাকায় আরও দুটি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। ২৭ এপ্রিল মল চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে যায়। পরে ৩০ এপ্রিল একই পরিণতি হয় একটি আকাশমণি গাছের।
ক্যাসিয়া গাছটি উপড়ে পড়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছপালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আরবরি কালচার সেন্টারের পরিচালক মিহির লাল সাহা বলেন, গাছটির বয়স ৩০-৪০ বছর হয়েছিল। এক ধরনের ছত্রাকের আক্রমণে গাছটির মূল নষ্ট হয়ে যাওয়ায় গাছটি উপড়ে পড়েছে।
তিনি বলেন, আপাতদৃষ্টিতে গাছটি দেখতে সুস্থই ছিল। বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা হয়। এর ফলে গাছটির পঁচা শেকড় আরও নরম ও দুর্বল হয়ে যায়।
আরবরি কালচার সেন্টার বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে বলে জানান মিহির লাল সাহা। তাঁর ভাষ্যমতে, কার্জন হল এলাকায় অন্তত আরও দুটি গাছ চোখে পড়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো কেটে ফেলা হবে। তবে যেখানেই গাছ কাটা হবে, সেখানে নতুন গাছের চারা রোপণ করা হবে।