কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন যোগদানকৃত নতুন সদস্যদের ফুলেলদর মালা দিয়ে বরণ করে নেন।
জানা গেছে, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়া, ৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ মিয়া, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ উদ্দিন ভুঁইয়া ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ মিয়া আওয়ামীলীগ থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন চাঁন মিয়া,যুগ্ম আহবায়ক ও ধলা ইউপি'র সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন,সদর ইউপি'র জাতীয় পার্টির সভাপতি ও বিআরডিবি'র চেয়ারম্যান সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নৌশাদ, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন ভুঁইয়া,দিগদাইড় ইউপি'র চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ,দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হেসাইন, সাধারণ সম্পাদক রাজু শিকদার,জাতীয় পার্টির নেতা শাহআলম সিদ্দিকি সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।