কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সদর বাজারের ব্যাংক এশিয়ার উপড় তলায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ধলা ইউপি'র সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক,দৈনিক জাগো কন্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান মবিন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন মিয়া, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক মাসুম মিয়া, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, ডিএসবি'র এসআই রুকন উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন খান, দপ্তর সম্পাদক ও দৈনিক দেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য এবং এলকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ইফতার মাহফিলের আগে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মুফতি রুহুল আমিন।