বন্য পাখি সহ পাইকগাছার দুই শিকারীকে আটক করা হয়েছে। আটককৃত দু’জনকে জরিমানা এবং উদ্ধারকৃত পাখি প্রকৃতিতে মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার সকালে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কয়েকটি বন্য পাখি সহ উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামের সত্য চরণের ছেলে বিভুতি বিশ্বাস (৪৮) ও খোকন বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাস (৩২) কে হাতেনাতে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উদ্ধারকৃত পাখি প্রকৃতিতে মুক্ত করে দেন এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্য প্রাণি সংরক্ষণ আইনে আটক দুই শিকারীর প্রত্যেককে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই নাসির উদ্দীন, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল ও পেশকার মোঃ ইব্রাহীম।