ঐতিহ্যবাহী বাণিজ্যক শহর কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতল ভবনের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ শে এপ্রিল সোমবার সকালে এলাকার প্রবীন ব্যক্তিত্ব সমাজ সেবক, শিক্ষানুরাগী শতবর্ষী আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়ল দ্বিতল ভবনের ঢালাই কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুল হান্নান, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, সার্বিক ব্যাবস্থাপনায় সাংবাদিক মুস্তাাফিজুর রহমান পারভেজ ও এইচ এম শফিউল ইসলাম, আলহাজ্ব শেখ অজিয়ার রহমান, শেখ আগুর, সাইদুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের দৃষ্টিনন্দন ৫তলা বিশিষ্ট ভবন নির্মানে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।