আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার' উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষের ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রম উদ্ভোধন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর হালুয়াপাড়া এলাকায় সেকান্দরনগর মৌজায় ১.৫০০০ একর ভূমিতে আশ্রয়ণ ২ প্রকপ্লের আওতায় ৩য় পর্যায়ের ৪৬টি ঘরের বরাদ্ধ থাকলেও তৈরি হওয়া ২৭ টি ঘর গৃহহীন ও ছিন্নমূল পরিবারে মাঝে ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান,সেকান্দরনগর মৌজায় বাড়ি শ্রেণির জমির বর্তমান বাজার মূল্য প্রতি শতক ২ লাখ টাকা হিসাবে ৪ লাখ টাকা এবং প্রত্যেক ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে। প্রত্যেক পরিবারের অনুকূলে মোট ৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার জমি বরাদ্দ প্রদান করা হয়েছে।
উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন,উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস, উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক, তাড়াইল সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নৌশাদ,দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান নবাব, দিগদাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান ভুইয়া আসাদ, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রতন ভুঁইয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।