লক্ষ্মীপুরের কমলনগরে বিকল্পধারা বাংলাদেশ উপজেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২২ এপ্রিল) হাজির হাট পালকী কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ ফারুক, উপজেলা বিকল্পধারা যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক উল্যাহর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মিজানুর রহমান মানিক, উপজেলা কৃষক লীগ সভাপতি ডা. হারুনের রশিদ,ও জাতীয় পাটির সাধারণ সম্পাদক, ইমাজ্জামান বাসার,কমলনগর উপজেলার ইফতার মাহফিলে বিকল্পধারা ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, জোটের শরীক দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় জন প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
এসময় প্রধান অতিথি মেজর অব: আব্দুল মান্নান কমলনগর -রামগতির সম্পর্কে বলেন ঠিকাদারদের সাথে কথা হয়েছে ঈদের পরে নদী বাধের কাজ শুরু করা হবে।