কিশোরগঞ্জের তাড়াইলে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বিনা পয়সায় থানায় সেবা গ্রহনের জন্য মসজিদে মসজিদে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বক্তব্য প্রদান করছেন।
শুক্রবার(২২এপ্রিল) উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজার জামে মসজিদে জুম্মার নামাজের আগে মসজিদে আগত মুসুল্লিদের মাঝে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, থানায় সেবা নিতে কোন টাকা লাগেনা,আসন্ন পবিত্র শবে কদর ও জুমাতুল বিদা সর্বোচ্চ ধৈর্য ও সহিষ্ণুতার সাথে পালনের আহ্বান জানান,ঈদ পূর্ববর্তী সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন থাকার আহবান জানান।তাছাড়া,আসন্ন পবিত্র ঈদকে কেন্দ্র করে ছুটিতে আসা যুবকগন মোটরসাইকেল রেস করে অনেক সময় দুর্ঘটনার শিকার হন। এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা এবং নিজ নিজ সন্তানদের প্রতি লক্ষ রাখার আহবান জানান।
এ বিষয়ে কথা হলে জয়নাল আবেদীন সরকার বলেন,এলাকায় কিছু উঠতি যুবক আছে যারা কৌতুহলবশত: মাদক ও জুয়ার প্রতি আকৃষ্ট হয়।পরবর্তীতে তারা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়।সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং সাধারণ জনগন যেন থানায় আসতে ভয় না পায় এবং বিনা পয়সায় সেবা নিতে পারে সে বিষয়ে অবহিত করা আমার দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।