জামালপুরের ইসলামপুরে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার ইসলামপুরের পার্থশী ও কুলকান্দি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী। এসময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছে। সারা দেশে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে।