কিশোরগঞ্জের তাড়াইলে প্রভুপাদ মন্টু গোপাল গোষ্মামীর ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার তাড়াইল বাজার কেন্ত্রীয় শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গনে অরুনোদয় থেকে অষ্টপ্রহর নামকীর্তন অনুষ্টিত হয়। উপজেলা সহ আশেপাশের অন্যান্য উপজেলা এবং জেলে থেকে অসংখ্য ভক্তের আগমনে ধর্মীয় মিলনমেলায় পরিনত হয় মন্দির প্রাঙ্গন। নামসূধা বিতরন করেন নোয়াখালী থেকে আগত শ্রীশ্রী বলদেব জিউর সম্প্রদায়, ভোলা থেকে আগত শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়, শ্রী প্রভূ নিত্যানন্দ সম্প্রদায়, নীলফামারীর শ্রী গোবিন্দ সম্প্রদায়, কিশোরগঞ্জেে শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, ময়মনসিংহ থেকে আগত শ্রী জয় রাখাল সম্প্রদায়।
এর আগে গত সোমবার পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠ ও প্রভূপাদ মন্টু গোপাল গোষ্মামীর জীবনী নিয়ে আলোচনা করা হয় এবং মঙ্গলবার স্বপন কুমার বর্মন ও তার দল অধিবাস কীর্তনের মাধ্যমে নামকীর্তনের সূচনা করেন।
শ্রীশ্রী কেন্দ্রীয় কালীমন্দির কমিটির সভাপতি শ্রী শীতল প্রসাদ পাল জানান, প্রতিবছরের ন্যায় আমরা প্রভূপাদ মন্টু গোপাল গোষ্মামীর আবির্ভাব ও তিরোধান তিথি পালন করে আসছি।এবার মন্টু গোষ্মামীর কয়েক হাজার শিষ্যের অনুপ্রেনায় শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে অষ্টপ্রহর নামকীর্তনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান,বাংলা ১৩২৮ সনের ২৯ চৈত্র জন্মগ্রহন করেন এবং বাংলা ১৪০০ সালের ২রা জৈষ্ঠ্য ইহলোক ত্যাগ করেন।
অষ্টপ্রহর কীর্তন উপলক্ষে বুধবার দ্বিপ্রহরে ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।