শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • যুদ্ধবিধ্বস্ত বুচায় ফিরছেন বাসিন্দারা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন

     যুদ্ধবিধ্বস্ত বুচায় ফিরছেন বাসিন্দারা

    রুশ বাহিনী চলে যাওয়ার পর রাজধানী কিইভ উপকণ্ঠের ছোট্ট শহর বুচার বাসিন্দারা প্রিয় শহরে ফিরতে শুরু করেছেন। পোড়া কঙ্কালের রূপ নেওয়া শহরে তারা নিজেদের খুঁজে ফিরছেন।

    ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আগে বোহ্ডান জুবচাক একজন কমিউনিটি পুলিশ কর্মকর্তা ছিলেন। যিনি বুচার শান্ত সড়কে পাহারা দিতেন। বাসিন্দাদের কাছ থেকে পাওয়া ছোট খাটো অভিযোগের ভিত্তিতে তিনি শহরে ঘটে যাওয়া ছোট ছোট অপরাধ কাণ্ড সামাল দিতেন।

    গত মাসের শেষ দিকে রাশিয়ার হানাদার বাহিনী বুচা ছেড়ে চলে গেলে সেখানে সড়কে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য লাশ পড়ে থাকতে দেখা যায়। সেরকম এক সড়কে হাঁটতে হাঁটতে ২৯ বছরের জুবচাক বলেন, তার শহর আর তার চাকরি কোনোটিই আর কোনো দিন আগের আবস্থায় ফিরে আসবে না।

    বলেন, আমরা এখানে যা দেখেছি তা কোনো দিন ভুলতে পারবো না। সারা জীবন আমাদের ভয়াবহ এই স্মৃতি বয়ে নিয়ে চলতে হবে।

    জুবচাক জানান, রুশ বাহিনী চলে যাওয়ার পর তিনি এবং তার সহকর্মীরা নগরীর বেঁচে যাওয়া ভয়াবহ আতঙ্কগ্রস্ত মানুষদের সহায়তায় কাজ করছেন। ওইসব মানুষদের মানবিক সহয়তা দেয়া থেকে ‍শুরু করে শহরময় পড়ে থাকা অবিস্ফরিত অস্ত্র পরিষ্কার, সবই তাদের করতে হচ্ছে।

    রুশ বাহিনী চলে যাওয়ার পর শত শত মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেইন কর্তৃপক্ষ। বুচার ডেপুটি মেয়র বলেন, রাশিয়ার বাহিনী সেখানে ৩৬০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।


    বুচায় হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক বিশ্বের নিন্দার ঝড় উঠে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাদ দেয়া হয় রাশিয়াকে। যদিও রাশিয়া বার বার দাবি করছে, তারা বুচায় বেসামরিক নাগরিকদের হত্যা করেনি। বরং ইউক্রেইন ও তাদের পশ্চিমা মিত্ররা ভুয়া ছবি প্রকাশ করে রাশিয়ার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে।

    তবে রয়টার্স বুচায় নিহত পাঁচটি মৃতদেহ প্রত্যক্ষ করেছে। যাদের খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। মৃতদেহের একটির হাত বাঁধা এবং অন্য একটির পা বাঁধা ছিল। তবে তাদের কোন পক্ষ হত্যা করেছে তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি।

    স্থানীয় কর্মী এবং বাসিন্দারা শনিবারের মধ্যে বুচায় সড়কে যত্রতত্র পড়ে থাকা ‍মৃতদেহগুলো সরিয়ে ফেলেছে। কিন্তু গোলার আঘাতে আগুন ধরে যাওয়া পোড়া ছাই এবং পুড়ে যাওয়া সিমেন্টের বেদি এখনো পড়ে আছে।

     

     




    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন

    দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

    দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন

    মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

    মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন