স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। তিনি বলেন,সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নোয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে শিক্ষাকে একটি শক্ত ভিতের উপর দাড় করাতে হবে।
শনিবার বিকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রীতি শিক্ষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সুলতান আহমেদ ভূইয়া। সভায় বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান ভূইয়া, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রমোদ সাহাজী,অধ্যক্ষ মাওলানা সাহাবুদ্দিন, মোঃ আরিফুল ইসলাম,রণি গোয়ালা, গৌতম সরকার,মোঃ কামরুল হাসান, হাবিব আহমেদ তালুকদার,আবদুল আওয়াল প্রমুখ।
সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের শিক্ষকদের প্রতি আহবান জানান।