পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা মাঠে সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ ফজলুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আলহাজ¦ কাজী আজিজুল করিম, দাউদ শরীফ।
বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি সোহেল রাশেদ জনি, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পরিচালক এসএম হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, সেলিম শাহরিয়া, হারুন অর রশিদ, আশরাফুল ইসলাম রাবু, ইউসুফ আলী সরদার, রিমন শেখ ও নূরু গাজী।