কিশোরগঞ্জের তাড়াইলে হেপাটাইসিস,ডায়াবেটিক, কিডনী এবং ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩মার্চ)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
লাইফস্টাইল,হেলথ এডুকেশন এন্ড প্রমোশন,স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ।
স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদারের সঞ্চালনায় উক্ত কর্মশালায় ডায়াবেটিক, রক্তচাপ,কিডনী ও ক্যান্সার প্রতিরোধে আমাদের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম।শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.আলমাছ হোসেন।কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন মসজিদের ইমাম,গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।