"বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে-জীবন বাঁচাই সবাই মিলে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪মার্চ) সকাল ১০টায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনাসভা ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফিরোজ মিঞার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন,এমওডিসি ডা.মঞ্জুরুল ইসলাম,ডা.রনি প্রমূখ।
উক্ত আলোচনাসভায় ডা.ফিরোজ মিঞা যক্ষ্মা রোগের লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি,ডেমিয়েন ফাউন্ডেশন এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ আলোচনাসভায় উপস্থিত ছিলেন। এর আগে একটি জনসচেতনামূলক শোভাযাত্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সড়ক প্রদক্ষিণ করে।