বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সুচিকিৎসা বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখার উদ্যোগে (১৭ মার্চ) বৃহস্পতিবার বিকালে জেলা কার্যালয়ে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডাঃ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রোগী কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় রোগী কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রোগী কল্যান সোসাইটির কেন্দ্রীয় সদস্য এম মুকছুদুর রহমান মিয়াজী, ভোরের কাগজের প্রতিনিধি সৈয়দ মনির হোসেন, চট্টগ্রাম জেলা শাখার সদস্য এডভোকেট নঈম উদ্দিন চৌধুরী,তাঁতি লীগের ফেনী সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ,লালপোল সোলতানিয়া মাদ্রাসার শিক্ষক মাষ্টার ইমাম উদ্দিন, মাওলানা বেলাল হোসাইন, কারী মাওলানা আবদুর রহমান, রোগী কল্যাণ সোসাইটির জেলা সদস্য মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইব্রাহীম রিয়াদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য জীবন দেয়া সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন লালপোল জামেয়া ইসলামীয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মূফতি সালমান বিন মুনসুর।
প্রধান অতিথি ডা. এম এম মাজেদ তার বক্তব্যে বলেন, আজ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। তবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে একটি জাতি তখনই এগিয়ে যাবে যখন ওই রাষ্ট্রের জনগণ দেশ প্রেমিক এবং সৎ হবে। নাগরিকের মৌলিক অধিকার পাওয়া তার জন্মগত অধিকার। বিশেষ করে স্বাস্থ্য খাতে সেবা পাওয়ার জন্য সাধারণ মানুষকে বেশিরভাগ ক্ষেত্রেই হয়রানির মুখোমুখি হতে হয়। জাতীয় রোগী কল্যাণ সোসাইটি সারা বাংলাদেশ রোগীর অধিকার সম্পর্কে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এবং শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।