শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ছাদ থেকে পড়া সেই তুবাপরীর চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন সাংবাদিক পিতা

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২২ ০৯:৪২ পূর্বাহ্ন

    ছাদ থেকে পড়া সেই তুবাপরীর চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন সাংবাদিক পিতা
    আহত তুবাপরী

    ঘরের ছাদ থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেও দুই মাস ধরে ব্যান্ডেজে মোড়া জীবন কাটছে সাংবাদিক কন্যা তুবাপরীর। চলছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা। তবে এখনও খুব বেশি উন্নতি হচ্ছে না। একদিকে আদরের শিশুকন্যার শরীরের বিভিন্ন অঙ্গে ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করার দৃশ্য সহ্য করা অন্যদিকে দেশের বিভিন্ন হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা করাতে রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছেন ভোলার চরফ্যাসনের এক সংবাদকর্মী মনির হোসেন আসলামী। মেয়ের সুস্থ্যতার জন্য আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও টাকার অভাবে তা চালানো নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি।

    নয় বছর বয়সী  মারওয়া তুবা পরী নতুন বছরের আনন্দ যেন তার ভাগ্যে নেই। গত বছরের শেষ দিন দিবাগত রাতে তার বমি জ্বর নিয়ে সারারাত কেটেছে। তার নানুর ঢাকায় অপারেশন হওয়ার পর, তুবা তার মা ও নানুর সঙ্গে মুন্সিগঞ্জ মামার বাসায় বেড়াতে যায়। ভালোই কাটছিল তার দিন। বছরের শেষ দিন দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়ে তুবা। পরদিন সকাল ১১ টার দিকে  কিছুটা সুস্থ হয়ে উঠলে, তার মাকে না দেখে বিল্ডিংয়ের ছাদে খুজতে যায়। এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার সময়ে ছিটকে পড়ে অসুস্থ তুবা। অলৌকিকভাবে বেঁচে গেলেও মারাত্মক জখম হয় তার শরীরে। ডান পায়ের রানের মাঝখানে মারাত্মক জখম হয়। রানের মাঝখানের হাড় একাধিক খন্ড হয়। মুন্সিগঞ্জ হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) রেফার করে তুবাকে। বিকাল ৪ টায় ভর্তি করা হয় তুবাকে।

    তুবাপরীর  পিতা মনির আসলামী বলেন, ১ জানুয়ারি থেকে ১০দিন পঙ্গু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা চলে তুবাপরীর। সেখানে বড় চিকিৎসকরা মেডিকেল বোর্ড বসিয়ে তার চিকিৎসা করেন। অপারেশন করে তার ভাঙা অঙ্গগুলোতে ব্যান্ডেজ করে দেওয়া হয়। ওই চিকিৎসায়ও বেশি উন্নতি না হওয়ায় পরে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও চিকিৎসকরা বোর্ড বসিয়ে চিকিৎসা করেন। প্রফেসর শ্যামল দেবনাথের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। অপারেশন করার প্রয়োজন হলেও বয়সজনিতকারণে তা ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তাকে নতুন করে ব্যান্ডেজ করে দেন। আগামী মাসের ১১ তারিখে ওই ব্যান্ডেজ খুলে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। যদি ৬০শতাংশও জোড়া লাগে তাহলে অপারেশন না করে নতুন করে ব্যান্ডেজ দিতে পারেন চিকিৎসকরা। আর জোড়া না লাগলে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন।

    তিনি বলেন, এ পর্যন্ত চিকিৎসায় বেশ কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসা চালিয়ে যেতে আরও কত টাকা লাগবে তা বলা যাচ্ছে না। বিদেশেও নেওয়া লাগতে পার তুবাপরীকে। ব্যয়বহুল এ চিকিৎসা চালানো নিয়ে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। সুন্দর সাজানো সংসারে আকস্মিক এ বিপদে বেশ ভেঙে পড়েছেন তুবাপরীর মা এবং আত্মীয়-স্বজন।


    রাতে তুবাপরী অসুস্থ খবর শুনে তেমন ঘুম হয়নি আমার, আমি ভোলার চরফ্যাসন বাসায় ছিলাম। ১ জানুয়ারি সকাল ১০ টার দিকে তুবাপরী ও তার বড় বোন উমামা আমাকে কয়েক বার স্কুল থেকে নতুন বই  আনার জন্য বলে। আমিও তাদের কথা রাখতে বইয়ের জন্য  স্কুলে যাই। ১১ টার দিকে তুবাপরীর দূর্ঘনার খবর শুনি আমি। শুনেই ঢাকার দিকে রওয়ানা দেই। আমি রাত দশটায় হাসপাতালে এসে পৌঁছি। তার আগেই তুবাপরীকে ভর্তিসহ প্রাথমিক দ্বায়িত্ব পালন করেন তার মামা, রাসেল ও আলামিন।


    মনির আসলামী জানান, দুষ্টুমি, দৌঁড়াদৌঁড়িতে সারা ঘর যে মাতিয়ে রাখতো, সেই পরী আজ ব্যান্ডেমে মোড়া নিথর দেহ নিয়ে শুয়ে থাকে বিছানায়। প্রায় সময় ব্যাথা-যন্ত্রণায় কাতরানি আর আর চোখের পানি ফেলে কান্নাকাটি করে সে। পরী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, দৌঁড়াদৌঁড়িতে মাতিয়ে তুলুক ঘর-সেই প্রত্যাশা সবার।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ মার্চ, ২০২২ ০৯:৪২ পূর্বাহ্ন