আওয়ামী লীগ দলীয় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর পদ বাতিল চেয়ে রিট আবেদন করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
আবেদনে অভিযোগ আনা হয়েছে, সোহেল হাজারী নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়েছেন।
আজ মঙ্গলবার আবেদনের পক্ষের আইনজীবী মো. বোরহার উদ্দিন খান বলেন, বুধবার হাইকোর্ট বিভাগে এই আবেদনের শুনানি হতে পারে।
সূত্রমতে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতা মো. মোকলেসুর রহমান গত মাসে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছিলেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে মোকলেসুর রহমান এর আগে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে পৃথক আবদেন করেছিলেন। সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আদালতে আসেন।