কিশোরগঞ্জের তাড়াইলে নাতীর বাইক দূর্ঘটনায় দাদীর মৃত্যু হয়েছে। শনিবার(১২মার্চ) বেলা ২টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী সখিনা আক্তার(৬০) নিজ বাড়ীর আঙ্গিনায় গৃহস্থালির কাজ করা অবস্থায় চলন্ত বাইক ধাক্কা দেয়। ডাক চিৎকারে আশেপাশের লোকজন সখিনা সহ বাইক চালক নাতী একই এলাকার মোস্তফার ছেলে হোসাইন(২২) এবং আরোহী বন্ধু বনাটি গ্রামের বারেকের ছেলে কাওসারকে উদ্ধার করে বেলা ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেকর্তব্যরত চিকিৎসক সখিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহত হোসাইন এবং কাওসারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত সখিনার পরিবার জানায় বাইক চালক হোসাইন সম্পর্কে নিহত সখিনার চাচাতো ভাইয়ের দিকের নাতী।এ ব্যাপারে সখিনার পরিবারের সম্মতিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাওসারকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় এবং হোসাইন এর অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।